ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

মাশরাফিকে টি-২০’তে পেতে মরিয়া বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
মাশরাফিকে টি-২০’তে পেতে মরিয়া বিসিবি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আসছে মার্চে শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মাশরাফি বিন মর্তুজাকে দলে ফেরাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কায় বাংলাদেশ ও ভারতকে নিয়ে স্বাগতিক দেশটি নিজেদের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘নিদাহাস’ ট্রফি নামে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে।

এ ব্যাপারে বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, ত্রিদেশীয় সিরিজে মাশরাফিকে তারা ফেরার জন্য অনুরোধ করবেন।

সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য আমরা মাশরাফিকে অনুরোধ জানাবো।

নতুন বলে আসলে সে বাংলাদেশের সেরা বোলার। তাই তাকে ফেরাতে চাইছি। তবে সবকিছুই নির্ভর করছে তার মতামতের ওপর। ’

আগামী ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

এর আগে গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতেই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মাশরাফি। যেখানে ম্যাচের আগে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট থেকে নিজেকে অবসরের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।