ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

জয়ে ফিরতে মাঠে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
জয়ে ফিরতে মাঠে নামছে বার্সা ছবি:সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় বর্তমানে শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা। তবে গত দু’টি ম্যাচে ড্র করেছে করেছে দলটি। ২৩তম রাউন্ডের পর দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র সাত। সবচেয়ে বড় কথা, প্রথম দশটি দলের মধ্যে স্থান না পাওয়া গেটাফে ও এসপানিওলকে নিজেদের শেষ দুই ম্যাচে হারাতে পারেনি (ড্র) আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় এইবারের মাঠে খেলতে নামবে বার্সা।

ফেব্রুয়ারি মাসে ইতিমধ্যেই চার পয়েন্ট হারিয়ে সতর্ক মেসি-সুয়ারেজরা।

শনিবার লিগের অ্যাওয়ে ম্যাচে বার্সার প্রতিপক্ষ এইবার। ২৩ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়ে যারা এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছে।  

আগামী সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে কঠিন লড়াইয়ে নামতে হবে বার্সাকে। তার আগে যে কোনো মূল্যে জয়ের চেনা পথে ফিরতে চাইছেন কোচ ভালভার্ডে। তিনি বলেন, ‘আমি জানতাম, লিগ যত শেষের পথে এগোবে ততই বাড়বে প্রতিদ্বন্দ্বিতা। আমাদের কাছে বাকি ১৫টি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। সামান্য পা হড়কালেই তার সুযোগ নেবে অ্যাতলেটিকো মাদ্রিদ। এইবারের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলে চ্যাম্পিয়নস লিগে ম্যাচের আগে ফুটবলারদের আত্মবিশ্বাস বেশ কিছুটা বাড়বে। ’

এইবার গত পাঁচটি ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর হারের মুখ দেখেনি তারা।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।