ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘শুনেছি রাস্তায় গেলে আমাকে মারও খেতে হতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
‘শুনেছি রাস্তায় গেলে আমাকে মারও খেতে হতে পারে’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা টেস্টে সফরকারী শ্রীলঙ্কার কাছে লজ্জার হারের পর সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তামিম, রিয়াদদের মুন্ডুপাত চলছে। বাদ যাচ্ছেন না দলের দলের কোচ, নির্বাচকেরাও।

টিম ম্যানেজমেন্ট দলকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেনি বলেই নাকি স্বাগতিকদের হোম অব ক্রিকেটে এমন হাতাশার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ঘরের মাঠে টাইগারদের বাজে পারফরম্যান্স দেখে ভক্তকুল তাদের ফেইসবুকে নাকি বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে লাঞ্ছিত করার অভিপ্রায়ও ব্যক্ত করেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সেকথাই সংবাদ মাধ্যমেক জানালেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ।

‘আমার পিছে যদি কেউ লেগে থাকে আমি ভালো করলেও কোনদিনও ভালো হবে না। আমি সুজন এতকিছু করছি কোনো দিন শুনি নাই ভালো কিছু করছি। খারাপই করছি। সোশাল মিডিয়ার বলেন, মিডিয়া বলেন। আমি এও শুনেছি রাস্তায় গেলে আমাকে মারও খেতে হতে পারে। ক্রিকেট খেলার জন্য রাস্তায় গিয়ে মার খেতে হয় এটা খুবই অকওয়ার্ড একটা ব্যাপার। ’

আবেগ্রপ্রবন সুজন এ সময় আরও বলেন, ‘আমি হয়তোবা বাংলাদেশর জন্য ভালো কিছু করছি না। যদি ভালো কিছু না করি তাহলে এখানে থাকা দরকার কি? আমি তো এখানে কোনো স্বার্থের জন্য আসিনি। আমার তো এখানে কোনো কিছু দরকার নেই। আমি যা আছি আমার জীবনে খুব ভালো আছি। খুবই হ্যাপি। আমি যে চাকরি করি, যতটুকু পাই, যেভাবে চলি, কোয়াইট হ্যাপি। ’

সুজন এ সময় স্বাগতিকদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন, ‘এমন কি আছে শ্রীলঙ্কার সাথে আমরা খেলতে পারবো না? ব্যাটিং লাইনআপ যদি দেখেন, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া, এরা কে কয়টা টেস্ট ম্যাচ খেলেছে? আমাদের স্পিনার নেই। বলতে পারেন আমাদের সাকিব নেই। আমাদের রাজ্জাক ৫০০ উইকেট পাওয়া ফার্স্ট ক্লাস বোলার। কিভাবে বলবো অভিজ্ঞতা নেই? তাইজুলকে যদি দেখেন। আকিলা ফার্স্ট টেস্ট ম্যাচ খেলে ৫ উইকেট নিলো। তাইজুল তো আরও বেশি খেলতেছে। মিরাজ ইংল্যান্ডের সাথে ১৯ উইকেট নিয়েছে। আমরা কিভাবে বলবো আমাদের  অভিজ্ঞতা নেই। আমরা কেউ এই জিনিসগুলো চিন্তা করি না। শ্রীলঙ্কা কী গড? ওদের প্লেয়ারর কী গড? ওরা কি স্টিভ স্মিথ? বা এরকম কিছু যে ২শ’ টেস্ট ম্যাচ খেলা প্লেয়ার। কেন এগুলো চিন্তা করি না আমাদেরে প্লেয়াররাই ভুল খেলেছে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।