ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

কোয়ার্টারেই ছিটকে গেল জিদানের রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
কোয়ার্টারেই ছিটকে গেল জিদানের রিয়াল ছবি: সংগৃহীত

দুর্দশতার গভীরে নিমজ্জিত জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। বিপর্যয়ে চরম পর্যায় যাকে বলে! লা লিগায় সময়টা ভালো যাচ্ছে না। এবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে গ্যালাকটিকোরা। কোচ জিদানের কঠিন সময়টা এখন আরও খারাপের দিকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের লজ্জায় ডুবেছে রিয়াল। অ্যাওয়ে গোল সংখ্যায় এগিয়ে থাকার সুবাদে সেমিতে ওঠার বাঁধভাঙা উল্লাসে মাতে ভিজিটররা।

প্রথম লেগে মার্কো অ্যাসেনসিওর শেষ মুহূর্তের গোলে জয় (১-০) পেয়েছিল লস ব্লাঙ্কসরা। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২।

ছবি: সংগৃহীতএমন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি বিশ্রামে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো। দেপোর্তিভো লা করুণার বিপক্ষে তিনদিন আগের ৭-১ গোলের লিগ ম্যাচটিতে হেডে জোড়া গোল আদায়ের মুহূর্তে প্রতিপক্ষ ডিফেন্ডারের বুটের আঘাতে চোখের কোনা রক্তাক্ত হয়ে মাঠ ছাড়েন সিআর সেভেন। রোনালদো ছাড়াও গ্যারেথ, টনি ক্রুস, মার্সেলোকে ছাড়াই লেগানেসকে আতিথ্য দেয় গ্যালাকটিকোরা।

এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজয়ের তিক্ত স্বাদ পেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। লা লিগায় শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ বললেই চলে! চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ১৯ পয়েন্টের ব্যবধান। এক ম্যাচ অবশ্য কম খেলেছে মাদ্রিদ জায়ান্ট।

ছবি: সংগৃহীতসান্তিয়াগো বার্নাব্যুতে সেমি নির্ধারণী ম্যাচের ৩১ মিনিটে লেগানেসকে লিড এনে দেন মিডফিল্ডার হাভিয়ে ইরাসো। বিরতির পর দুই মিনিটের মাথায় রিয়ালকে ম্যাচে ফেরান করিম বেনজেমা। ৫৫ মিনিটে আবারো এগিয়ে যায় ভিজিটররা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যাব্রিয়েল পাইরেসের গোলটিই ফলাফল নির্ধারক হয়ে থাকে। নির্ধারিত সময়ের আগে অঘটন এড়ানোর শত চেষ্টা করেও ব্যর্থতায় পর্যবসিত হয় স্বাগতিক শিবির।

রিয়ালের বিদায়ে তিনবারের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বার্সাকে ঘিরেও বিরাজ করছে একই শঙ্কা। এসপানিওলের মাঠে লিওনেল মেসির পেনাল্টি মিসের খেসারত দিয়ে ১-০ গোলে হেরে যায় কাতালানরা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় শেষ আটের ফিরতি পর্বের হাইভোল্টেচ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।