ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

চেলসির বিদায়, আর্সেনাল-ম্যানসিটি ফাইনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
চেলসির বিদায়, আর্সেনাল-ম্যানসিটি ফাইনাল ছবি: সংগৃহীত

আলেক্সিস সানচেজ চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। চিলিয়ান তারকাকে ছাড়াই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে শক্তিমত্তার জানান দিল আর্সেনাল। ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের ফিরতি পর্বের হাইভোল্টেজ ম্যাচে পিছিয়ে থেকেও চেলসির বিপক্ষে ২-১ গোলের জয়োল্লাসে মেতেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

শিরোপা নির্ধারণীতে ছন্দে থাকা ম্যানচেস্টার সিটির সামনে পড়বে গানাররা। শেষ চারে দুই লেগ (২-১ ও ৩-২) মিলিয়ে ব্রিস্টল সিটিকে ৫-৩ অ্যাগ্রিগেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পেপ গার্দিওলার ম্যানসিটি।

স্ট্যামফোর্ড ব্রিজে অনষ্ঠিত চেলসি ও আর্সেনালের মধ্যকার প্রথম লেগের খেলা গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়। তাই দর্শকদের মাঝে বিরাজ করছিল বাড়তি রোমাঞ্চ।

ছবি: সংগৃহীতএমিরেটস স্টেডিয়ামে ৭ মিনিটেই চেলসিকে লিড এনে দেন ইডেন হ্যাজার্ড। পাঁচ মিনিট বাদে চেলসিরই জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগারের আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে আর্সেনাল। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ৬০ মিনিটের মাথায় গানারদের হয়ে জয়সূচক গোল উদযাপন করেন গানারদের সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা। নির্ধারিত সময়ের আগে আর ম্যাচে ফিরতে পারেনি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ফাইনালে (২৫ ফেব্রুয়ারি) ওঠার উচ্ছ্বাসে ভাসে স্বাগতিক শিবির।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।