ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

হাবিবুল বাশারকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
হাবিবুল বাশারকে ছাড়িয়ে গেলেন মাশরাফি লাল-সবুজের ক্রিকেটের দিন বদলের এ দলপতি মাশরাফি/ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ত্রিদেশীয় সিরিজে শুরুর আগেই বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে জেতা অধিনায়কের অনন্য মাইলফলকটি ছাড়িয়ে যাওয়ার হাতছানি দিচ্ছিলো মাশরাফির সামনে।

অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ৯১ রানের জয় তুলে নিয়ে সেই মাইলফলক ছাড়িয়ে গেলেন লাল-সবুজের ক্রিকেটের দিন বদলের এ দলপতি।  

নিজের অধিনায়কত্বে ৩০ ম্যাচ জয় তুলে নিয়ে টপকে গেলেন হাবিবুল বাশার সুমনকে।

যেখানে হাবিবুল বাশারের অধিনায়কত্বে জয় এসেছিল ২৯ ম্যাচ।

এই দিয়ে ৫৩ ম্যাচে মাশরাফির নেতৃত্বে ৩০টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

এতদিন ৬৯ ম্যাচে ২৯ জয় নিয়ে হাবিবুল বাশার ছিলেন সবার ওপরে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়েকে ৯১ রানে হারায় স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।