ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মাঙ্কিগেট বিতর্কে শচীনকে দোষী করলেন প্রোক্টর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
মাঙ্কিগেট বিতর্কে শচীনকে দোষী করলেন প্রোক্টর! ছবি:সংগৃহীত

মাঙ্কিগেটের সেই কুখ্যাত বিতর্কের ১০ বছর হয়ে গেল। সিডনিতে ভারত–অস্ট্রেলিয়া সেই টেস্টের ম্যাচ রেফারি ছিলেন দক্ষিণ আফ্রিকার মাইক প্রোক্টর। আর তার আত্মজীবনী ‘কট ইন দ্য মিডল’-এ সেই বিতর্কের জন্য দোষ চাপিয়ে দেওয়া হলো শচীন টেন্ডুলকারের ঘাড়ে।

প্রোক্টরের মতে, যা ঘটেছিল, শুরুতেই শচীন সেটা বলে দিলে জল অতদূর গড়াতই না।

আত্মজীবনীতে প্রোক্টর লিখেছেন, ‘পরে খুব খারাপ লেগেছিল।

যদি শচীন জানতই যে, সায়মন্ডসকে হরভজন ‘মাঙ্কি’ বলেনি, ‘তেরি মা...’ বলেছিল, তা হলে সেটা শুরুতেই আমাকে জানাতে পারত। ফলে ব্যাপারটা সম্পূর্ণ অন্যভাবে দেখা হতো। হরভজনের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠত না। শচীন প্রাথমিক শুনানির সময় বলেইনি, ও ঠিক কী শুনেছিল। ফলে আমার আর কোনো উপায় ছিল না। ’

বইতে হরভজনেরও সমালোচনা করা হয়েছে। প্রোক্টর লিখেছেন, ‘শুনানির সময় হরভজনের দাবি ছিল, ও নাকি ইংরেজি জানে না। কিন্তু হরভজন আমার মতোই ভালো ইংরেজি বলে। ’ সেই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ম্যানেজার চেতন চৌহানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রোক্টর।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।