ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

বিসিএলে উদীয়মান জাকিরের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
বিসিএলে উদীয়মান জাকিরের ডাবল সেঞ্চুরি ছবি: সংগৃহীত

আগেরদিন প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন। সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন তরুণ জাকির হাসান। সোমবার (২২ জানুয়ারি) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে দ্বিতশক হাঁকিয়েছেন উদীয়মান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

২১১ রান করে আউট হন ১৯ বছর বয়সী জাকির। বাঁহাতি সাবলীল ব্যাটিংয়ে ৩২০ বলের চোখ ধাঁধানো ইনিংসটিতে ছিল ২৩টি চারের মার।

ফার্স্টক্লাস ক্রিকেটে তার আগে সর্বোচ্চ অপরাজিত ১৩৭।

জাকিরের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের বিপক্ষে রান পাহাড়ে মুমিনুল হকের পূর্বাঞ্চল টিম। প্রথম দিনে দলীয় স্কোর ছিল তিন উইকেটে ৩৩২। সেঞ্চুরি করেন লিটন দাস (১১২)। ৫০ রানে দুই উইকেট হারানোর পর লিটন-জাকিরের তৃতীয় উইকেট জুটিতে আসে ১৯৩।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।