ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

লঙ্কা বধের রহস্য জানালেন ‘রাজা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
লঙ্কা বধের রহস্য জানালেন ‘রাজা’ ম্যাচসেরার ট্রফি হাতে সিকান্দার রাজা/ ছবি: শোয়েব মিথুন

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন তাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের জয়ে রাজার খ্যাতির যোগ্য একমাত্র তিনিই।

ব্যাটিংয়ে ৫ নম্বরে নেমে খেলেছেন অপরাজিত ৮১ রানের ইনিংস। যা জিম্বাবুয়েকে এনে দিয়েছে ২৯০ রানের সমৃদ্ধ এক সংগ্রহ।

আর অ্যাঞ্জেলো ম্যাথিউসদের সামনে দিয়েছে ছুড়ে দিয়েছে কঠিন চ্যালেঞ্জ।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৭৮ রানে গুঁটিয়ে গেছে হাথুরুসিংহের শিষ্যরা। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও তিনি ১০ ওভারে ৫৪ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ১টি উইকেট। বলছিলাম জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজার কথা।

লঙ্কা বধের এই রাজা বুধবার (১৭ জানুয়ারি) ম্যাচপরবর্তী সবাদ সম্মেলনে এসে জানালেন তার ও দলের সাফল্যের রহস্য।

“সাফল্যের পেছনে আছে আমাদের বিশ্বাস, আমাদের চারিত্রিক উৎকর্ষতা এবং পারস্পরিক আস্থা। ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্বে যাওয়ার আগে সব দলকেই আমরা একটি বার্তা দিতে চাই, প্রতিটি দলের বিপক্ষে জয়ের সামর্থ্য আমাদের আছে। ”

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।