[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ শ্রাবণ ১৪২৫, ২২ জুলাই ২০১৮

bangla news

অতীত ভুলে সামনে তাকাতে চাইছেন সাব্বির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১৩ ৭:২৫:২৪ পিএম
অতীত ভুলে সামনে তাকাতে চাইছেন সাব্বির-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অতীত ভুলে সামনে তাকাতে চাইছেন সাব্বির-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কিছুদিন আগেই তার ওপর দিয়ে বয়ে গেছে এক ঝড়। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন দর্শক লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা, নগদ ২০ লাখ টাকা জরিমানা ও জাতীয় দলের চুক্তি থেকে বাদ দেয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটি।

এগুলো বাংলাদেশ ক্রিকেটের আগ্রাসী ব্যাটসম্যান সাব্বির রহমানের রুম্মনের কাছে এখন শুধুই অতীত। যা তিনি আর মনে করতে চাইছেন না। বরং এসব স্মৃতি ভুলে চাইছেন সামনে তাকাতে। একদিন বাদে মিরপুরে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজকে ঘিরেই এখন তার যতো মনোযোগ, ‘মানুষ হিসেবে আমার ওপর এই ঘটনা অনেক প্রভাব ফেলেছে। তবে যদি প্রফেশনাল খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে পাস্ট ইজ পাস্ট! যা হওয়ার হয়ে গেছে, এটার প্রভাব যাতে খেলায় না পড়ে, সেটা নিয়ে চিন্তা করছি। চিন্তা করছি ন্যাশনাল টিমকে আমার জায়গা থেকে সেরাটা দিতে। কারণ আমি বাংলাদেশের পতাকা বহন করছি। চেষ্টা করছি ভালো কিছু করার জন্য।’

শনিবার (১৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাব্বির একথা বলেন।অতীত ভুলে সামনে তাকাতে চাইছেন সাব্বির-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমলাল-সবুজের জার্সি গায়ে ওয়ানডে ফরম্যাটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাব্বিরের। গত ১০ ম্যাচে তার ফিফটি মাত্র ১টি। গেল বছরের ২৪ মে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৬৫ রানের ইনিংস। এর বাইরে আর কোনো ম্যাচেই ৪০ রানের কোঠাও তিনি স্পর্শ করতে পারেননি।

তবে ব্যাট হাতে অব্যাহত এই রান খরায় আর আটকে থাকতে চাইছেন না তিনি, ‘আমি ভালোভাবেই প্রস্তুত। যদিও গত কয়েকটা ম্যাচ আমার খারাপ গেছে। আমি চেষ্টা করেছি, আমার যেটা দুর্বল জায়গা, সেটা শক্ত করার জন্য। ওটা নিয়ে কাজ করেছি। এখন দেখা যাক, সামনে ম্যাচ আসছে। ভালো করার চেষ্টা করবো।’

তবে শুধু ছন্দে ফিরেই তিনি ক্ষান্ত থাকবেন না। ব্যাট হাতে স্বরুপে ফেরার আভাষও দিয়ে রাখলেন, ‘হ্যাঁ, অবশ্যই। সাব্বির আগ্রাসী থাকবে। সব সময়।’

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa