ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

তিন বছর পর অজি দলে হোয়াইট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
তিন বছর পর অজি দলে হোয়াইট তিন বছর পর অজি দলে হোয়াইট-ছবি:সংগৃহীত

প্রায় তিন বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেলেন ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরুন হোয়াইট। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ক্রিস লিনের ইনজুরিতে সুযোগ পেলেন ভিক্টোরিয়ার এ অভিজ্ঞ তারকা।

হোয়াইট সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ওয়ানডেতে ৮৮ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।

গত এক বছর ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে দুর্দান্ত কেটেছে ৩৪ বছর বয়সী হোয়াইটের। আর চলমান টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে অসাধারণ ব্যাটিংয়ের পরই নির্বাচকরা তার দিকে নজর দেন।

আগামী ১৪ জানুয়ারি মেলবোর্নে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন, জাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, অ্যান্ড্রু টাই, ক্যামেরন হোয়াইট, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।