ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বৃহস্পতিবারও আসছে না জিম্বাবুয়ে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
বৃহস্পতিবারও আসছে না জিম্বাবুয়ে ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া তথ্যানুযায়ী ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ের বাংলাদেশের আসার প্রথম তারিখটি ছিল বুধবার (১০ জানুয়ারি)। কিন্তু তা পিছিয়ে গেল। বিসিবি জানালো দিন তারিখ বদলে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১১ টায় দলটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

এবার সেই দিন তারিখও বদলে গেল! বৃহস্পতিবার নয়, শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় গ্রায়েম ক্রেমাররা ঢাকায় আসার কথা জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পাশাপাশি বিসিবি এও জানিয়ে রাখলো, দলের সদস্যরা একসঙ্গে আসছে না।

আসছে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে।

এর ফলে ১৩ জানুয়ারির অনুশীলন ম্যাচটি ‍নিয়ে অনিশ্চয়তার তৈরী হয়েছে। কেননা তারা এসেইতো আর পরের দিন ম্যাচ খেলতে নামতে পারবেন না।

যা হোক তাহলে ধরেই নেয়া হচ্ছে ওই দিন ঢাকায় পৌঁছে বিশ্রাম নিয়ে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে দু’দিন অনুশীলন করে ১৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শুরু করবে জিম্বাবুয়ে।

দ্বিতীয় ম্যাচে ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

২১ জানুয়ারি নিজেদের তৃতীয় ম্যাচে আবার মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।

২৩ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ম্যাচ।

২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। দিবা রাত্রির তিন জাতির এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  

এদিকে সিরিজকে সামনে রেখে ৮ জানুয়ারি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড। দলের দুই নতুন মুখ ২০ বছর বয়সী লেগস্পিনিং অলরাউন্ডার ব্র্যান্ডন মাভুতা ও ১৯ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান রায়ান মায়ার।

এই দুইজন বাদে দলের বাকি ১৩ সদস্য হলেন, হ্যামিলটন মাসাকাদজা, সোলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), তেন্ডাই চিসোরো, ব্লেজিং মুজারাবানি, ক্রিস্টোফার এমপোফু, তেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।