[x]
[x]
ঢাকা, শুক্রবার, ২৯ আষাঢ় ১৪২৫, ১৩ জুলাই ২০১৮

bangla news

বৃহস্পতিবার রাতে আসছে জিম্বাবুয়ে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-০৯ ৪:১৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। ১০ জানুয়ারি জিম্বাবুয়ে থেকে রওনা দিয়ে ওইদিন রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটির অবতরণের কথা রয়েছে।

ঢাকায় পৌঁছে ১২ জানুয়ারি মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনের পরদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে গ্রায়েম ক্রেমার ও তার দল।

সিরিজকে সামনে রেখে গত ৮ জানুয়ারি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড। দলের দুই নতুন মুখ ২০ বছর বয়সী লেগস্পিনিং অলরাউন্ডার ব্র্যান্ডন মাভুতা ও ১৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে।

এই দু’জন বাদে দলের বাকি ১৩ সদস্য হলেন; হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মির, ক্রেইগ এভরিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই চিসোরো, ব্লেজিং মুজারাবানি, ক্রিস্টোফার পোফু, টেন্ডাই চাতারা ও কাইল জারভিস।

এক নজরে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের সূচি:

১৫ জানুয়ারি – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

১৭ জানুয়ারি – শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে

১৯ জানুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

২১ ‍জানুয়ারি -–শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে

২৩ জানুয়ারি – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

২৫ জানুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

২৭ জানুয়ারি – ফাইনাল

সবগুলোই ম্যাচই দিবারাত্রির। শুরু বেলা ১২টায়। ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ৯ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa