ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

কুতিনহোর মাঠে নামতে তিন সপ্তাহের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
কুতিনহোর মাঠে নামতে তিন সপ্তাহের অপেক্ষা ছবি:সংগৃহীত

স্বপ্ন সফল হলেও এখনই বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামতে পারছেন না ফিলিপে কুতিনহো। মেডিক্যাল চেক-আপের পর কাতালন ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, পেশীতে চোট থাকায় আগামী তিন সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে। উল্লেখ্য, এ কারণেই নতুন বছরের প্রথম দু’টি ম্যাচে লিভারপুলের হয়ে খেলতে পারেননি তিনি।

প্রায় ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যানফিল্ড থেকে ন্যু ক্যাম্পে এসেছেন ২৫ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। তার সঙ্গে সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি করা হয়েছে।

সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে হাজিরও করানো হয়। ক্লাবের প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, ‘ফিলিপ কুতিনহোকে পেয়ে আমাদের দল আরও শক্তিশালী হবে। গত বছরের মাঝামাঝি থেকেই আমরা ওকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিলাম। তখন না পেলেও নতুন বছরে লিভারপুল ওকে ছাড়তে বাধ্য হয়। আমরা জানতাম, কুতিনহো বার্সেলোনার জার্সি গায়ে চাপাতে কতটা উদগ্রীব হয়ে আছে। আশা করব, নতুন ক্লাবে ও চূড়ান্ত সফল হবে। ’

গত রোববারই বার্সেলোনা বিমানবন্দরে কুতিনহোকে স্বাগত জানিয়েছিলেন লিভারপুলে তার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। সেই রাতে ভিডিও বার্তায় ব্রাজিলিয়ান তারকাটি সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আগামীকাল (সোমবার) তোমাদের সঙ্গে দেখা হবে। বার্সেলোনায় খেলার স্বপ্ন ছিল। যা এতদিনে সফল হল। ’ পরে তিনি আরও বলেন, ‘জেরার্ড পিকে-সার্জিও বুস্কেটসরা আমার আদর্শ। এছাড়া মেসি-ইনিয়েস্তাদের পাশে খেলতে পারলে অনেক কিছু শিখতে পারব। প্রয়োজন বার্সেলোনার সমর্থকদের সহযোগিতা। ’ 

লিভারপুলে সুয়ারেজকে সতীর্থ হিসেবে প্রায় দেশ বছর পেয়েছিলেন কুতিনহো। দু’জনের মধ্যে এখনো বন্ধুত্বের সম্পর্ক অটুট। তাকে পেয়ে সুয়ারেজ বলেন, ‘ও কতটা বিপজ্জনক ফুটবলার তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। লিভারপুলে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছে সে। কুতিনহোকে পাওয়ায় বার্সার আক্রমণভাগ আরও সচল হবে। ’

ট্রান্সফারের ইতিহাসে নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের পরেই থাকবেন ফেলিপে কুটিনহো। এই প্রসঙ্গে বার্সেলোনার কোচ আর্নেস্টো ভালভার্ডের বক্তব্য, ‘নেইমার চলে যাওয়ার পর আমাদের লক্ষ্য ছিল ওর পরিবর্তন হিসেবে কোনো গুরুত্বপূর্ণ ফুটবলারকে নেওয়া। কুতিনহো আসায় সেই অভাব অনেকটাই পূরণ হল। চোট থাকায় আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবে সে। আশা করি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই কুতিনহোর সার্ভিস পাব। ’

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad