ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

কুমিল্লার পর সিডনিতে খেলবেন বাটলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
কুমিল্লার পর সিডনিতে খেলবেন বাটলার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে উইকেটরক্ষক ও ব্যাটসম্যানের ভূমিকায় রয়েছেন ইংল্যান্ড তারকা জস বাটলার। আর বিপিএল পর্ব শেষ করেই অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন ডানহাতি এ ব্যাটসম্যান। ইতোমধ্যে বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের হয়ে নাম লিখিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে এ নিয়ে দ্বিতীয়বার খেলবেন বাটলার। তবে সিডনির হয়ে প্রথম ছয়টি ম্যাচে মাঠে নামতে পারবেন তারকা এ ক্রিকেটার।

কেননা জাতীয় দল ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলেছিলেন বাটলার। সেবার অবশ্য মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। এবারের দলে তিনি ডিরেক্টর হিসেবে পাচ্ছেন কিংবদন্তি মাইকেল হাসিকে। আর সতীর্থ হিসেবে থাকছে কালাম ফার্গুসন ও মিচেল ম্যাকক্লেনাঘানের মতো তারকারা।

বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর। আর বিগ ব্যাশে সিডনির প্রথম ম্যাচ ১৯ ডিসেম্বর। তাই হয়তো ঢাকা থেকেই অস্ট্রেলিয়া পাড়ি দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।