ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২১তম ম্যাচ মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে ইতোমধ্যে ব্যাটিংয়ে নেমেছে সাকিব আল হাসানের ঢাকা। এবারের লিগে দু’দলের এটিই প্রথম সাক্ষাত।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর একটায় শুরু হয়।  

এবারে লিগে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে দারুণ অবস্থানে রয়েছে ঢাকা ও কুমিল্লা।

৬ ম্যাচে ৪ জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আফ্রিদি-পোলার্ডদের ঢাকা। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে এক পয়েন্ট পায় দলটি।

দ্বিতীয়স্থানেই রয়েছে কুমিল্লা। ৫ ম্যাচে ৪ জয় ও এক হারে ৮ পয়েন্ট অর্জন করেছে তামিম ইকবালের নেতৃত্বে দলটি। শেষ চার ম্যাচেই জয় পেয়েছে একবারের চ্যাম্পিয়নরা।

এ ম্যাচটি আবার একটু ভিন্ন মাত্রাও যোগ করছে। জাতীয় দলে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সাকিব ও তামিম। তবে ঢাকা-কুমিল্লার হয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতাই করতে দেখা যাবে তাদের।

শহীদ আফ্রিদির পরিবর্তে মোহাম্মদ আমিরকে একাদশে নিয়েছে ঢাকা। এছাড়া নাদিফ চৌধুরীর বদলে মেহেদি মারুফকে নেওয়া হয়েছে।

ঢাকা ডাইনামাইটস: এভিন লুইস, মেহেদি মারুফ, জহুরুল ইসলাম, কুমার সাঙ্গাকারা, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, সুনিল নারাইন, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার, মোহাম্মদ আমির, মোহাম্মদ সাদ্দাম।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, রশিদ খান, জস বাটলার, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান আলী, আল আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।