ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

ইউএসএইড’র শুভেচ্ছাদূত হচ্ছেন মাহমুদউল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
ইউএসএইড’র শুভেচ্ছাদূত হচ্ছেন মাহমুদউল্লাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইড এরর শুভেচ্ছাদূত হচ্ছেন তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এতে সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

পাশাপাশি সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতেও ভূমিকা রাখবেন বর্তমানে বিপিএল ক্রিকেটে খুলনা টাইটান্সের হয়ে ব্যস্ত সময় পার করা মাহমুদউল্লাহ।

এছাড়াও সকল কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইউএসএইড’র সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন এই অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর লং বিচ হোটেলে সংস্থাটির সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর করবেন মাহমুদউল্লাহ। ইউএসএইডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন সংস্থার বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।