ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ঢাকার বিপক্ষে ফিল্ডিংয়ে রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ঢাকার বিপক্ষে ফিল্ডিংয়ে রাজশাহী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৯তম ম্যাচে খেলতে নেমেছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি। ইতোমধ্যে ব্যাটিংয়ে নেমেছে ঢাকা।

চলমান আসরে প্রথমবার মুখোমুখি হয়েছে ঢাকা ও রাজশাহী। দুপুর একটায় মাঠে নামে দু’দল।

এ ম্যাচের আগে নিজেদের সর্বশেষ খেলায় জয় পায় রাজশাহী। সিলেট সিক্সার্সকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় তারা। অন্যদিকে ঢাকা শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে নামলেও বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হয়।   

বিপিএলের লিগ টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে ঢাকা। এ ম্যাচের আগে পাঁচটি ম্যাচ খেলেছে সাকিব-আফ্রিদিরা। যেখানে তিনটি জয় ও একটি ম্যাচে হেরেছে। বৃষ্টির কারণে এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটি। ঢাকার পয়েন্ট সাত।

অন্যদিকে রাজশাহীও সমান পাঁচটি ম্যাচ খেলেছে। যেখানে সাত দলের মধ্যে তাদের অবস্থান পাঁচে। দুটি জয় ও তিনটি ম্যাচে হেরেছে মুশফিক-স্যামিরা।

ঢাকা ডায়নামাইটঃ সাকিব আল হাসান, সাদ্দাম হোসেন, কুমার সাঙ্গাকারা, মোসাদ্দেক হোসেন, এভিন লুইস, শহীদ আফ্রিদি, সুনিল নারাইন, আবু হায়দার, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, কাইরন পোলার্ড।

রাজশাহী কিংসঃ মুশফিকুর রহিম, মুমিনুল হক, ফরহাদ রেজা, ড্যারেন স্যামি, সামিত প্যাটেল, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, রনি তালুকদার, জেমস ফ্র্যাঙ্কলিন, হোসেন আলী, হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad