ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

রাশিয়া বিশ্বকাপ মিস করবে যাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
রাশিয়া বিশ্বকাপ মিস করবে যাদের বুফনকে মিস করবে ফুটবল বিশ্ব-ছবি:সংগৃহীত

ঘনিয়ে আসছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময়। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে আসরটিতে নাম লেখানো ৩২ দল। যেখানে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বে লড়াইয়ের জন্য ড্র। বিশ্বকাপে যেমন দেখা যাবে একঝাঁক তারকাকে, তেমনি আসরটি মিস করবে অসংখ্য সুপারস্টারকে।

বিশ্বকাপে উল্লেখ করার মতো শক্তিশালী দেশ হিসেবে বাদ পড়েছে ইতালি, নেদারল্যান্ডস ও চিলি। এরা বাদ পড়ায় অনেকের ধারণা বিশ্ব মঞ্চ অপূর্ণ রয়ে যাবে।

কেননা সর্বশেষ বাদ পড়া ইতালি যে দ্বিতীয় সর্বোচ্চ চারটি বিশ্বকাপ জিতেছে। দু’বারের রানার্সআপ দল নেদারল্যান্ডস। টানা দু’বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।

ছবি:সংগৃহীত এছাড়া যুক্তরাষ্ট্র, রোমানিয়া, বুলগেরিয়া, ওয়েলস, ঘানা ও আইভরি কোস্টের মতো ভালো দেশকেও মিস করবে ফুটবল বিশ্ব।

ওপরের বাদ পড়া দেশগুলোতে রয়েছে তারকায় ঠাসা ফুটবলার। যেখানে এক ইতালিতেই রয়েছে কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ও অসংখ্য গ্রেট ফুটবলার।  

নিচে দেখে নেওয়া যাক বিশ্বকাপে কাদের মিস করবে ফুটবল বিশ্ব:

গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন (ইতালি), জান ওব্ল্যাক (স্লোভেনিয়া)।

ডিফেন্ডার: জিওর্জিও চিয়েল্লিনি, লিওনার্দো বনুচ্চি, আন্দ্রে বারজাগলি (ইতালি), ভার্জিল ফন ডিক (নেদারল্যান্ডস)।

উইং ব্যাক: ডেভিড আলবা (অস্ট্রিয়া), ভ্যালেন্সিয়া (ইকুয়েডর), গঞ্জালো জারা (চিলি), ম্যাতেও ডারমিয়েন (ইতালি)।

মিডফিল্ডার: মার্কো ভেরাত্তি, ড্যানিয়েল ডি রস্সি, অ্যান্তোনিও ক্যানদ্রেভা (ইতালি), আরতুরো ভিদাল (চিলি), অ্যারন রামসি (ওয়েলস), হেনরিখ মাখিতারায়ান (আর্মেনিয়া), ওয়েসলি স্নাইডার (নেদারল্যান্ডস), নাবি কেইটা (গিনি)।

স্ট্রাইকার: গ্যারেথ বেল (ওয়েলস), অ্যালেক্সিস সানচেজ (চিলি), পিয়েরে-এমরিক আবামেয়াং (গ্যাবন), এডিন জেকো (বসনিয়া এন্ড হার্জেগোভিনা), সিরো ইম্মোবাইল, লরেঞ্জো ইনসিগনে (ইতালি), রিয়াদ মাহারেজ (আলজেরিয়া), মারেক হামসিক (স্লোভাকিয়া), আরিয়েন রোবেন, মেমফিস ডিপে (নেদারল্যান্ডস)।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।