ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

লাকমলের বোলিং তোপে ব্যাকফুটে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
লাকমলের বোলিং তোপে ব্যাকফুটে ভারত ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন ব্যাকফুটে থেকে শেষ করেছে স্বাগতিক ভারত। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিয়ে নেমে ১১.৫ ওভারে টপঅর্ডারের তিন উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে মাত্র ১৭ রান।

এরপরই বৃষ্টি নামলে প্রথম দিনের খেলা বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে মাঠে নেমেছিল ভারত-শ্রীলঙ্কা।

আগে ব্যাটিংয়ে নেমে ভারতের তিন ব্যাটসম্যানকেই ফিরিয়ে দেন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমল। ওপেনার লোকেশ রাহুল সাজঘরে ফেরার আগে কোনো রানই করতে পারেননি। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় ভারত। আরেক ওপেনার শিখর ধাওয়ান সপ্তম ওভারে বিদায় নেওয়ার আগে করেন ৮ রান।

তিন নম্বরে নামা চেতশ্বর পূজারা ৪৩ বলে দুটি চারের সাহায্যে ৮ রান করে অপরাজিত থাকেন। আজিঙ্কা রাহানে শূন্য রানে অপরাজিত আছেন। মাঝে বিদায় নিয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি। ১১ বল মোকাবেলা করলেও কোনো রান পাননি তিনি।

লাকমল ৬ ওভারে তিন উইকেট দখল করেন। অবাক করার মতো ব্যাপার হলো এই ৬ ওভারে একটিও রান খরচ করেননি তিনি। লাহিরু গামাগে ৫.৫ ওভারে এক মেডেন নিয়ে ১৬ রান খরচ করেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।