ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

টেনিস চ্যাম্পিয়নশিপে বালক এককের ৫টি খেলা অনুষ্ঠিত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
টেনিস চ্যাম্পিয়নশিপে বালক এককের ৫টি খেলা অনুষ্ঠিত  রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ভবন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের মেইন ড্র বালক এককের ৫টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বালক এককের দ্বিতীয় রাউন্ডের খেলা সকাল ৯টায় শুরু হয়। বৃষ্টির কারণে বালিকা এককের খেলা অনুষ্ঠিত হয়নি।

 

টুর্নামেন্ট পরিচালক নুর ইসলাম তুষার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে মেইন ড্র এর খেলা বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজকের বালক এককের খেলায় ভারতের রিশব শর্মা, ভারতের সুভাব পরমাসিভামকে ৬-২, ৬-২ সেটে, ভারতের অরিয়ন জাভেরি, ভারতের বুপাঠি শক্তি ভেল কে ৬-১, ৭-৫ সেটে, যুক্তরাষ্ট্রের নিখিল নিরঞ্জন, ভারতের কেভিন প্যাটেলকে ৬-২, ৬-০ সেটে, ঋষিকৃষ্ণ আয়াপন, মালয়েশিয়ার নওফল সিদ্দিক কামারুজ্জামানকে ৬-৪, ৬-৪ সেটে, হংকংয়ের চাকলাম কোলেমান, ভারতের কুশান সাহকে ৬-০, ৬-১ সেটে হারিয়ে মেইন ড্র’র দ্বিতীয় রাউন্ডে স্থান করে নিয়েছেন।

বাংলাদশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।