ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে টাঙ্গাইলের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে টাঙ্গাইলের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলায় টাঙ্গাইল আরিয়ান স্পোটিং ক্লাব ২-১ গোলে যশোর জেলা ফুটবল দলকে পরাজিত করেছে।

রোববার (১২ নভেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল আরিয়ান স্পোটিং ক্লাবের পক্ষে খেলার প্রথমার্ধের ২০ মিনিটে কফি একটি ও দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে লিটন একটি গোল করেন।

 

অপরদিকে দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে যশোরের পক্ষে আওরঙ্গজেব একটি গোল পরিশোধ করেন।

খেলার দ্বিতীয়ার্ধে যশোরের খেলোয়াড়েরা একের পর এক আক্রমণ করে একাধিক সহজ সুযোগ পেয়েও গোলের দেখা পেতে ব্যর্থ হন।

বিজয়ী দলের অধিনায়ক লিটন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

আছাদুজ্জামান ফুটবল একাডেমির আয়োজনে বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, ঢাকা সাইফ স্পোটিং ক্লাব, বাংলাদেশ নৌবাহিনীসহ দেশসেরা ১৭টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

শুক্রবার (১০ নভেম্বর) বেলা আড়াইটায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

সোমবার (১৩ নভেম্বর) চতুর্থ খেলায় কুষ্টিয়া জেলা ফুটবল দলের মুখোমুখি হবে ঝিনাইদহ ফুটবল একাডেমি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।