ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

৮০ বক্সারের অংশগ্রহণে বিকেএসপি কাপ বক্সিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
৮০ বক্সারের অংশগ্রহণে বিকেএসপি কাপ বক্সিং ছবি: সংগৃহীত

চতুর্থবারের মতো বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০১৭ শুরু হয়েছে। রোববার (২২ অক্টোবর) থেকে দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার সকালে বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) এ.বি.এম রুহুল আজাদ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারন সম্পাদক এম এ কুদ্দুস খান ও বিকেএসপির নির্বাহী প্রকৌশলী শাহ আশরাফ আলী।

দেশের ৭টি জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব ও বিকেএসপিসহ মোট ১১টি দলের ৮০ জনের অংশগ্রহণে শুরু হয়েছে এ প্রতিযোগিতা।

প্রথম দিনে ৪২ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপির মো. এনাম আহমেদ নৈহাটি স্পোর্টিং ক্লাবের মো. আল আমিনকে, ৫১ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপির আব্দুর জব্বার রাজশাহীর বাদশাহ বক্সিং ক্লাবের আরিফুল হোসেন রাকিবকে এবং ৫৪ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপির সামিউল ইসলাম রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার টোটো চাকমাকে পরাজিত করে সেমি ফাইনালে উত্তীর্ন হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।