ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মাশরাফিদের উইকেটের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
মাশরাফিদের উইকেটের অপেক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মান বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। এখনো উইকেটের দেখা পাননি মাশরাফি-সাকিব-তাসকিনরা। এ রিপোর্ট লেখা অবধি প্রোটিয়াদের সংগ্রহ ১০ ওভার শেষে বিনা উইকেটে ৬৯। তেম্বা বাভুমা ২৮ ও কুইন্টন ডি কক ৪২ রানে ব্যাট করছেন।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে অধিনায়ক হিসেবে বাংলাদেশকে পঞ্চাশতম ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি বিন মর্তুজা। দুই টেস্ট আর দুই ওয়ানডের পর টস জয়ের দেখা পান প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসি।

হোম কন্ডিশনে দাপটের সঙ্গেই তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক শিবির।

বাংলাদেশের এই সফরে ইনজুরির তালিকা দীর্ঘই হচ্ছে। সবশেষ চোটের কারণে সিরিজই শেষ হয়ে গেছে তামিম ইকবালের। একই কারণে দলে নেই মোস্তাফিজুর রহমান। অন্যদিকে দ. আফ্রিকা দলে বিশ্রাম দেওয়া হয়েছে হাশিম আমলাকে। তামিমের পরিবর্তে একাদশে ফিরেছেন সৌম্য সরকার। আর শেষ ওয়ানডেতে বাদ পড়া নাসির হোসেনের জায়গায় খেলছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিন, আন্দাইল ফেলুকভায়ো, উইলেম মুল্ডার, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ইমরান তাহির।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।