ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সার্বিয়ায় আর্সেনালের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
সার্বিয়ায় আর্সেনালের কষ্টার্জিত জয় ছবি: সংগৃহীত

ইউরোপা লিগে টানা তিন ম্যাচ জিতে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্সেনাল। সবশেষ ম্যাচে পূর্ণ পয়েন্ট পেতে ঘাম ঝরাতে হয়েছে ইংলিশ জায়ান্টদের। সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্র্যাডের মাঠে অলিভার জিরুদের শেষদিকের গোলে ন্যূনতম ব্যবধানের (১-০) জয় পায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

স্বাগতিক হলেও আর্সেনালের সামনে কতটা প্রতিরোধ গড়তে পারে সেটিই ছিল প্রত্যাশিত। কিন্তু মাঠের খেলায় যেন উল্টো চিত্র।

বল দখলের লড়াইয়ে গানাররা এগিয়ে থাকলেও একেবারে ছেড়ে কথা বলেনি রেড স্টার। প্রথমার্ধ থাকে গোলশূন্য।

ছবি: সংগৃহীতম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত গোলের জন্য অপেক্ষা করতে হয় আর্সেনালকে। ত্রাতার ভূমিকায় হাজির হন জিরুদ। ডি-বক্সে ওভারহেড কিকে দর্শনীয় গোল উপহার দেন এই তারকা ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে ঘরের মাঠে জার্মান ক্লাব কোলনকে ১-০ গোলে হারিয়েছে বেলারুশের বাতে বরিশভ। একটি করে জয়, ড্র ও হারে সমান ৪ পয়েন্ট বরিশভ ও রেড স্টারের। তিন ম্যাচেই হেরেছে কোলন।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।