ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

মালয়েশিয়াকে উড়িয়ে দিলো ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
মালয়েশিয়াকে উড়িয়ে দিলো ভারত ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশে অনুষ্ঠিত চলমান এশিয়া হকি কাপে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে শিরোপার অন্যতম দাবীদার ভারতীয় হকি দল। বৃহস্পতিবার সুপার ফোর এর ম্যাচে মালয়েশিয়াকে ৬-২ এর বড় ব্যবধানে হারায় ‘মেন ইন ব্লু’।

ভারতের হয়ে প্রথম কোয়ার্টারের ১৫ মিনিটে গোল পান আকাশদীপ সিং৷ এরপর চার মিনিটের ব্যবধানেই ড্র্যাগ ফ্লিকে স্কোরলাইন ২-০ করে দেন হরমনপ্রীত (১৯মি)৷

দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে ভারতের হয়ে তৃতীয় ও চলতি এশিয়া কাপে নিজের প্রথম গোল করে ম্যাচের লাগাম নিজেদের দিকে টেনে নেন উত্থাপা। তৃতীয় কোয়ার্টারে ব্লু জার্সিতে দুটি গোল যথাক্রমে গুজরান্ত সিং ও এস ভি সুনীলের।

৩৩ মিনিটে আকাশদীপের ক্রস থেকে মালয়েশিয়ার জালে বল জড়িয়ে গোল পান গুজরান্ত৷ আর ৫০ মিনিটে ৫-০ করে নেন সুনীল।

ম্যাচের ৫০ ও ৫৯ মিনিটে মালয়েশিয়ার হয়ে গোল করেন রহিম ও রামাদান। ভারতের শেষ গোলটি হয় ৬০ মিনিটে। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে গোল পান সর্দার সিং।

সুপার ফোরের শেষ ম্যাচে শনিবার ভারতের প্রতিপক্ষ পাকিস্তান৷

ম্যাচের পর ভারতের কোচ মারিন জানান, ‘কোরিয়ার বিপক্ষে ড্রয়ের পর জয়ে ফেরা প্রয়োজন ছিল। বড় ব্যবধানের জয়টি খেলোয়াড়দের মানসিকভাবে উদ্দীপ্ত করবে। ফাইনালের বিষয়টি এখনো মাথায় আনছি না। পাকিস্তানের ম্যাচটিও গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে জেতার পর ফাইনাল নিয়ে ভাববো। চতুর্থ কোয়ার্টারে কিছু ভুল ছিল। সামনের ম্যাচগুলোতে সেই ভুলের পুনরাবৃত্তি হবে না। আমরা এখনো উন্নতির মধ্যে রয়েছি। আমাদের দলের মূল বিষয় হলো শৃঙ্খলা। ’

এদিকে, শিষ্যদের হারার পর মালয়েশিয়ার কোচ স্টিফেন ভ্যান হুইজেন জানান, ‘টানা চার জয়ের পর ৬-২ গোলে হারাটা অবশ্যই হতাশার। এখনো ফাইনাল খেলার সম্ভাবনা আছে আমাদের। কোরিয়ার সাথে ড্র করলে আমাদের জন্য যথেষ্ট। সেজন্য তখন তাকিয়ে থাকতে হবে ভারত-পাকিস্তানের ম্যাচের দিকে। আমরা ড্র নয়, কোরিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চাই। ম্যাচের শুরু থেকে অনেক গোল মিস হয়েছে। চতুর্থ কোয়ার্টারে ম্যাচ ফিরলেও ততক্ষণে ফলাফল ভারতের দিকে ঝুঁকে গেছে। আমরা প্রথম চারটি ম্যাচই খেলেছি রোদে আর ভারতের চারটি ম্যাচই ছিল সন্ধ্যায়। আজও তারা সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় খেলেছে। আমরা প্রথমবার কৃত্রিম আলোয় খেললাম। তবে, এটি অজুহাত হিসেবে বলছি না, ভুল করেছি এজন্য বড় ব্যবধানে হেরেছি। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad