ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

নওগাঁয় জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
নওগাঁয় জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁ: নওগাঁয় ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি-২০১৭ জেলা পর্যায়ে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) বিকেলে শহরের নওজোয়ান মাঠে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বিজয়ীদের প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন- রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান।

ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি-২০১৭ পরিচালনার কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক, সদর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় প্রমুখ।

ফাইনাল খেলায় সদর উপজেলা কাবাডি দল বনাম বদলগাছী উপজেলা কাবাডি দল অংশ নেয়। খেলায় সদর উপজেলা কাবাডি দলকে ৪৯-৪৩ পয়েন্টে পরাজিত করে বদলগাছী উপজেলা কাবাডি দল চ্যম্পিয়ন হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।