ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ওয়ানডে অভিষেকে সেঞ্চুরিয়ানদের তালিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ওয়ানডে অভিষেকে সেঞ্চুরিয়ানদের তালিকা ছবি: অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ইলিয়ট, লোকেশ রাহুল এবং মাইকেল লাম্ব

ক্রিকেট ক্যারিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওডিআই) খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের ব্যাটিং গ্রেট ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল-হক। তার সেঞ্চুরি ও হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজ জিতে (৩-০) নেয় পাকিস্তান।

ইমাম-উল-হকের আগে ১৯৯৫ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই অভিষেকে সেঞ্চুরি হাঁকানো একমাত্র পাকিস্তানি ছিলেন সেলিম এলাহি। আর বিশ্বে ১৩তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেন ইমাম।

অভিষেকে সেঞ্চুরি হাঁকানো ২১ বছর বয়সী বামহাতি ইমাম-উল-হক তার ইনিংসে পাঁচটি চারের পাশাপাশি দু’টি ওভার বাউন্ডারিও মারেন। তবে একশ’ রান করার পরই তিনি সাজঘরে ফেরেন।

ইমাম-উল-হকের চাচা পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম দেশের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান (১১,৭৩৯) সংগ্রাহক।

দেখে নেওয়া যাক ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির তালিকা:
০১. ডেনিস এমিস (ইংল্যান্ড): প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, ম্যানচেস্টার, ১৯৭২
০২. ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ): প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, এন্টিগা, ১৯৭৮
০৩. অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে): প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, নিউ প্লাইমাউথ, ১৯৯২
০৪. সেলিম এলাহি (পাকিস্তান): প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, গুজরানওয়ালা, ১৯৯৫
০৫. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড): প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, নেপিয়ার, ২০০৯
০৬. কোলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা): প্রতিপক্ষ- জিম্বাবুয়ে, ব্লোয়েমফনটেইন, ২০১০
০৭. রবার্ট নিকোল (নিউজিল্যান্ড): প্রতিপক্ষ- জিম্বাবুয়ে, হারারে ২০১১
০৮. ফিলিপ হিউজেস (অস্ট্রেলিয়া): প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, মেলবোর্ন, ২০১৩
০৯. মাইকেল লাম্ব (ইংল্যান্ড): প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, এন্টিগা, ২০১৪
১০. মার্ক চ্যাপমান (হংকং): প্রতিপক্ষ- সংযুক্ত আরব আমিরাত, দুবাই, ২০১৫
১১. লোকেশ রাহুল (ভারত): প্রতিপক্ষ- জিম্বাবুয়ে, হারারে, ২০১৬
১২. তেমবা বাভুমা (দক্ষিণ আফ্রিকা): প্রতিপক্ষ- আয়ারল্যান্ড, বেনোনি ২০১৬
১৩. ইমাম-উল-হক (পাকিস্তান): প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, আবুধাবি, ২০১৭

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad