ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিধ্বংসী ডি ভিলিয়ার্সে প্রোটিয়াদের ৩’শ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
বিধ্বংসী ডি ভিলিয়ার্সে প্রোটিয়াদের ৩’শ  ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প নেই। ঘুরে দাঁড়ানোর মিশনে কঠিন চাপের মুখেই টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে ১০ উইকেটে পরাজয়ের দুঃস্মৃতি নিয়ে পার্লের বোল্যান্ড পার্কেও টস জিতে ফিল্ডিংয়ে মাশরাফি বিন মর্তুজা ও তার দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে দ.আফ্রিকা। অপরাজিত ব্যাটিং করছেন এবি ডি ভিলিয়ার্স (১৪৪) ও জেপি ডুমিনি (১৯)।

সবশেষ ৩৬তম ওভারের শেষ বলে ওপেনার হাশিম আমলাকে (৮৫) মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে ১৩৬ রানের জুটি ভাঙেন রুবেল হোসেন। স্বস্তি ফেরে টাইগার শিবিরে। তবে ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন এবি ডি ভিলিয়ার্স।

দলীয় ১৮তম ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডে তথা এই সিরিজে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট শিকার করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ওপেনার কুইন্টন ডি কককে (৪৬) তৃতীয় বলে এলবির ফাঁদে ফেলেন তিনি। এরপর ওভারের শেষ বলে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে (০) সরাসরি বোল্ড করেন সাকিব।

বাংলাদেশ শিবিরে আত্মবিশ্বাস জোগাচ্ছে তামিম ইকবালের একাদশে ফেরা। পেশীর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে মিস করেন দেশসেরা ওপেনার। তামিম ফেরায় বাদ পড়েছেন আগের ম্যাচেই ওয়ানডেতে অভিষিক্ত তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। অন্যদিকে, দ. আফ্রিকা একাদশে ইনজুরি আক্রান্ত ডেভিড মিলারের জায়গায় খেলছেন ফারহান বেহারদিন।

কিম্বার্লিতে মুশফিকুর রহিমের অপরাজিত সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ২৭৮ রান তুলেও বোলারদের নিদারুণ ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা। ওপেনিং জুটিতে ৪৩ বল হাতে রেখে ম্যাচ শেষ করেন দুই সেঞ্চুরিয়ান কুইন্টন ডি কক ও হাশিম আমলা।

চার বছরেরও অধিক সময় পর এই ভেন্যুতে ওয়ানডে ম্যাচ আয়োজিত হচ্ছে। সমতায় ফিরতে হলে বাংলাদেশকে ভিন্ন কিছু করতে হবে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে এ ম্যাচে জয় পেলে ভারতকে টপকে র্যাংকিংয়ের শীর্ষে উঠবে প্রোটিয়ারা।

টেস্ট সিরিজে (২-০) ভরাডুবির পর ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতায় ফেরার প্রত্যাশায় শুরুতেই বড় ধাক্কা হজম করতে হয় মাশরাফি-সাকিবদের। ব্যাটিং বান্ধব উইকেটে তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানের অভাবটা ভালোই টের পায় সফরকারীরা। অনুশীলনে অ্যাঙ্কেলে (গোড়ালি) চোট পাওয়ায় দ. আফ্রিকা সফরে সীমিত ওভারের সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য পেসার মোস্তাফিজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

দক্ষিন আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিন, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, ইমরান তাহির।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
এমএমএস/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।