ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

চাঁদপুর: চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ৬দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (নবাগত) মোহাম্মদ শওকত ওসমান, মো. মঈনুল হাসান।

এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির উদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপে সদরের কল্যান্দী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩ গোলে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং বঙ্গবন্ধু গোলকাপ টুর্নামেন্টে মতলব উত্তর উপজেলা মহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৩ গোলে হাজীগঞ্জ উপজেলার নাসির কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।