ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ভারত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ভারত ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এশিয়া কাপ হকিতে টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে শক্তিশালী ভারত। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে জাপানকে ৫-২ এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭-০ এর বড় ব্যবধানে হারানোর পর শেষ ম্যচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে মানপ্রীত সিং ও তার দল।

ভারতের হয়ে গোল তিনটি করেছেন চিংলেন সানা, রামান দ্বীপ ও হারমান প্রীত। আর পাকিন্তানের হয়ে একমাত্র গোলটি করেছেন সাহান আলী।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমরোববার (১৫ অক্টোবর) মাওলানা ভাষাণী হকি স্টেডিয়ামে দিনের হাইভোল্টেজ ম্যাচে ১৭ মিনিটে ভারতকে ১-০ তে এগিয়ে দেন চিংলেন সানা। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রামানদ্বীপ। এর ঠিক পরের মিনিটেই হারমান প্রীতের গোলে ভারত ৩-০ তে এগিয়ে গেলে ম্যাচ থেকেই ছিটকে যায় পাকিস্তান।

এরপর ৪৮ মিনিটে সাহান আলীর রিভার্স হিট থেকে আসা গোলে ৩-১ এ ব্যবধান কমিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।