ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

অভিষেক হলো সাইফউদ্দিনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
অভিষেক হলো সাইফউদ্দিনের অভিষেক হলো সাইফউদ্দিনের-ছবি:সংগৃহীত

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হলো টাইগরার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। রোববার (১৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার কিম্বার্লির ডায়মন্ড ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী দলের সেরা একাদশে ডাক পেয়েছেন সাইফউদ্দিন।

লাল-সবুজের ১২৫তম ক্রিকেটার হিসেবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অভিষেক হচ্ছে এই টাইগার বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি পেসারের।

ঘরের মাটিতে গেল বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন সাইফউদ্দিন।

জাতীয় দলের হয়ে গত এপ্রিলে টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়েছে শ্রীলঙ্কায়। এরপর টাইগার হাইপারফরম্যান্স দলে এ বছর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ব্যাটে বলে ভালো পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ দক্ষিণ আফ্রিকায় গিয়ে হলো তার ওয়ানডে অভিষেক।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।