ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

গোপালগঞ্জে অনুর্ধ্ব-১৬ ফুটবল প্রশিক্ষণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
গোপালগঞ্জে অনুর্ধ্ব-১৬ ফুটবল প্রশিক্ষণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে দুই মাসব্যাপী অনুর্ধ্ব-১৬ ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাফুফের সদস্য ইলিয়াস হোসেনসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। ন্যাশনাল পর্যায়ের তিনজন প্রশিক্ষক এদের প্রশিক্ষণ দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।