ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

জমে উঠেছে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবার লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
জমে উঠেছে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবার লড়াই জমে উঠেছে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবার লড়াই

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের আয়োজনে এবং বার্জার পেইন্টস বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় বার্জার ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর তৃতীয় রাউন্ডের খেলা শেষে জগন্নাথ বিশ্ববদ্যালয় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

পাঁচ পয়েন্ট করে নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় রেড ও ঢাকা বিশ্ববিদ্যালয়-১ দ্বিতীয় স্থানে রয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মহাখালীস্থ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১নং ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৩-১ গেমে খুলনা বিশ্ববিদ্যালয়কে,  ঢাকা বিশ্ববিদ্যালয় ৩.৫-০.৫ পয়েন্টে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-২ কে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় রেড ৩-১ পয়েন্টে ব্র্যাক বিশ্ববিদ্যালয় গ্রিনকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ব্লু ২.৫-১.৫ পয়েন্টে ইস্টার্ন ইউনির্ভাসিটিকে, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ২.৫-১.৫ পয়েন্টে গ্রিন ইউনির্ভাসিটিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় (২) ২.৫-১.৫ পয়েন্টে ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস ২.৫-১.৫ পয়েন্টে গভর্মেন্ট কমার্স কলেজ অব চিটাগাংকে পরাজিত করে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ৪-০ গেমে ইনডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ-১ এর বিরুদ্ধে ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ৪-০ ইনডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ-২ এর বিরুদ্ধে ওয়াক-ওভার পায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২-২ পয়েন্টে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-১ এর সাথে ড্র করে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।