ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

আন্তঃকলেজ মহিলা রাগবিতে তৃতীয় আনোয়ার গার্লস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
আন্তঃকলেজ মহিলা রাগবিতে তৃতীয় আনোয়ার গার্লস ছবি: সংগৃহীত

মার্সেল দ্বিতীয় আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে শহীদ বীর উওম লে: আনোয়ার গার্লস কলেজ। সোমবার পল্টন মাঠে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা কমার্স কলেজকে ৫-০ পয়েন্টে হারায় তারা। ফলে, চতুর্থ হয়ে আসর শেষ করলো ঢাকা কমার্স কলেজ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পল্টন মাঠে ফাইনালে লড়বে সেন্ট্রাল উইমেন্স কলেজ ও নারায়নগঞ্জ কলেজ। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব ফরিদা আক্তার বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এবারের মার্সেল দ্বিতীয় আন্তঃকলেজ রাগবি প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো শহীদ বীরউত্তম মো. আনোয়ার গার্লস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা কমার্স কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নারায়ণগঞ্জ মহিলা কলেজ, ক্যাব্রিয়ান কলেজ, হাইমচর কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ হোস্টেল দল।

আটটি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।