ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অ্যাগার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অ্যাগার ছবি:সংগৃহীত

গুরুতর চোট পাওয়ায় ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাস্টন অ্যাগার। নিজ দেশে ফিরে যাচ্ছেন তিনি। পাশাপাশি আসছে ঘরোয়া লিগেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

ইন্দোরে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল ভেঙে ফেলেন অ্যাগার। যদিও তিনি বাঁহাতি বোলার।

তবে মাঠ থেকে উঠে যান। পরে ফিরে এসে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির উইকেট তুলে নেন।

অ্যাগারের পরিবর্তে দলে নতুন কাউকে আনছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে আরেক স্পিনার অ্যাডাম জাম্পা চতুর্থ ম্যাচে খেলতে পারেন।

সিরিজটি অবশ্য ইতোমধ্যে নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম তিন ম্যাচের সবকটিতেই জয় পায় কোহলির দল। আগামী ২৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে চতুর্থ ওডিআই অনুষ্ঠিত হবে। আর শেষ ও পঞ্চম ম্যাচে ১ অক্টোবর নাগপুরে মুখোমুখি হবে দু’দল। এরপর ৭ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে তারা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।