ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করলো দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করলো দ. আফ্রিকা ছবি: সংগৃহীত

সফরকারী বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ১৩ সদস্যের দলে অধিনায়ক হিসেবে থাকছেন ফাফ ডু প্লেসিস।

এবিডি ভিলিয়ার্স, ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিসরা নেই ঘোষিত দলে। বাংলাদেশের বিপক্ষে তাই টেস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচে সুযোগ পান দুই নতুন মুখ- এইডেন মারক্রাম ও অ্যান্ডাইল ফেহলুকবায়ো।



একইসঙ্গে ১৩ সদস্যের দলে ডাক পেয়েছেন ওয়েন পারনেল। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। পচেফস্ট্রুমে হবে প্রথম টেস্ট। শুধু এ ম্যাচের জন্য শুক্রবার ১৩ জনের দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ০৬ অক্টোবর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, অ্যান্ডাইল ফেহলুকবায়ো ও কাগিসো রাবাদা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।