ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ভারতের পর মালদ্বীপকেও হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ভারতের পর মালদ্বীপকেও হারালো বাংলাদেশ ভারতের পর মালদ্বীপকেও হারালো বাংলাদেশ-ছবি:সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-০ গোলে হারালো বাংলাদেশ। এর আগে উদ্বোধনী ম্যাচে ভারতের মতো শক্তিশালী দলকে ৪-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ।

ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের গোল দুটিই আসে খেলার প্রথমার্ধে। ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোলটি করেন মুন্না।

আর বিরতির ঠিক আগে (৪৫ মিনিট) দলের লিড দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন জাফর ইকবাল।

এর আগে ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে জাফর ইকবাল জোড়া গোল করেছিলেন।

বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ ছাড়াও দক্ষিণ এশিয়ার এ টুর্নামেন্টে অংশ নিয়েছে নেপাল ও স্বাগতিক ভুটান। শ্রীলঙ্কা কয়েকদিন আগে নাম প্রত্যাহার করে নেয়ায় গ্রুপের পরিবর্তে খেলা হচ্ছে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে। লিগ পর্বের খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি হবে চ্যাম্পিয়ন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad