ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

কার হাতে উঠছে ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
কার হাতে উঠছে ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড রাশফোর্ড, এমবাপ্পে ও ডেম্বেলে/ ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে একঝাঁক উঠতি তারকার ছড়াছড়ি। কাইলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, মার্কোস রাশফোর্ড, গ্যাব্রিয়েল জেসুস একেকটি নাম বিশ্ব ফুটবলে নিজেদের আবির্ভাব জানান দিয়েছে। এবারের ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা অনুমেয়।

ইতালিয়ান ক্রীড়াবিষয়ক সংবাদপত্র ‘টুট্টোস্পোর্ট’ ২৫ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ২১ বছরের কম বয়সী খেলোয়াড়রা মর্যাদাপূর্ণ পুরস্কারটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

২০০৩ সাল থেকে এর প্রচলন শুরু। এরপর থেকে প্রতি বছরই এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।

নতুন গোল্ডেন বয় কে হচ্ছেন তা আগামী মাসে জানা যাবে। ৩০ জনের সাংবাদিক প্যানেল ২০১৭ পঞ্জিকাবর্ষের বিজয়ী নির্ধারণ করবে। যেই জিতুক না কেন মেসি, আগুয়েরো, রুনি, ফ্যাব্রিগাস, পগবাদের মতো তারকাদের পাশে নাম লেখাবেন। গতবার সেরার আসনে বসেছিলেন পর্তুগালের রেনাতো সানচেজ।

সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছে রাশফোর্ড-এমবাপ্পে-ডেম্বেলে ত্রয়ীকে। গতবার সানচেজের পেছনে থেকে রানার্সআপ হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের উদীয়মান ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড।

সামার ট্রান্সফার উইন্ডো জুড়ে আলোচিত ছিলেন দুই ফ্রেঞ্চ ফরোয়ার্ড এমবাপ্পে ও ডেম্বেলে। একজন মোনাকো থেকে পিএসজিতে বার্সেলোনা ছেড়ে আসা নেইমারের সঙ্গী, অন্যজন নেইমারেরই অভাব পূরণে বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সায় পাড়ি জমিয়েছেন।

উল্লেখ করার মতো আরেক প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস। জানুয়ারিতে ইংলিশ ফুটবলে আসার পর থেকে নিজের খেলায় মুগ্ধ করছেন প্রতিভাবান এ ব্রাজিলিয়ান। এছাড়াও এসি মিলানের জিয়ানলুইজি ডোন্নারুম্মা, ডর্টমুন্ডের ক্রিস্টিয়ান পুলিসিক, আয়াক্সের ক্যাসপার ডোলবার্গ, লিভারপুলের ডমিনিক সোলানকে ও রিয়াল মাদ্রিদের বোর্জা মায়োরাল অন্যতম।

সংক্ষিপ্ত তালিকা: কাইলিয়ান এমবাপ্পে (পিএসজি), ওসমান ডেম্বেলে (বার্সেলোনা), মার্কোশ রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), জিয়ানলুইজি ডোন্নারুম্মা (এসি মিলান), বোর্জা মায়োরাল (রিয়াল মাদ্রিদ), ক্রিস্টিয়ান পুলিসিক (বুরুশিয়া ডর্টমুন্ড), ডমিনিক সোলানকে (লিভারপুল), রদ্রিগো বেন্টাকুর (জুভেন্টাস), ক্যাসপার ডোলবার্গ (আয়াক্স), আমাদু দিয়াওয়ারা (নাপোলি), ইউরি তিলেমান্স (মোনাকো), ইনেস উইনাল (ভিয়ারিয়াল), কাইল ওয়াকার পিটারস (টটেনহাম), অ্যারন মার্টিয়ান (এসপানিওল), জিন কেভিন অগাস্টিন (আরবি লিপজিগ), স্টিভেন বার্গউইজিন (পিএসভি), ডমিনিক ‍কালভার্ট লিউইন (এভারটন), ফেদেরিকো চিয়েসা (ফিওরেন্তিনা), জো গোমেজ (লিভারপুল), বেঞ্জামিন হেনরিখস (বায়ার লেভারকুসেন), এমেরি মোর (সেল্টা ভিগো), রিসি অক্সফোর্ড (বুরুশিয়া মনশেনগ্লাডবাখ), অ্যালান সেইন্ট ম্যাক্সিমাম (নিস), থিও হার্নান্দেজ (রিয়াল মাদ্রিদ)।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।