ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বন্ধ হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
বন্ধ হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ! ছবি: সংগৃহীত

ক্রিকেটের নতুন জগৎতে পা রাখতে যাচ্ছে অাইসিসি। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বন্ধ হয়ে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ওয়ানডে গ্লোবাল লিগ। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি ওয়ানডে সিরিজই সম্ভবত শেষ পাঁচ ওয়ানডে ম্যাচের সিরিজ। এমনই ইঙ্গিত দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বন্ধ হয়ে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ওয়ানডে গ্লোবাল লিগ।

সাদারল্যান্ড জানিয়েছেন, ‘আমি মনে করি এখন থেকে আর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করতে পারবে না কোনো দেশ।

তার বদলে হবে সর্বাধিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩ দলের ওয়ানডে লিগের প্রস্তাব দেওয়া হয়েছে। ’

তিনি আরও জানান, ‘টি-টোয়েন্টি সিরিজ ৫ ম্যাচের হতে পারে, কিন্তু ওয়ানডে সিরিজ তিন ম্যাচের থেকে বেশি হওয়ার সম্ভাবনা কম। কারণ আইসিসি টেস্টের পাশাপাশি ওয়ানডে লিগ করতে চায়। ’

প্রস্তাবিত ওয়ানডে লিগে ছয়টি হোম এবং ছয়টি অ্যাওয়ে ম্যাচ হতে পারে। কিছু দিন অাগে জানা যায়, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হবে। যেখানে প্রচুর সময়ের প্রয়োজন। তাই আইসিসি টেস্টের পাশাপাশি ওয়ানডে লিগ করতে চাইছে। এতে করে লাভবান হবে আইসিসির নিচের র‌্যাংকে থাকা দল গুলো। তারা সবার সাথে ম্যাচ খেলতে পারবে। বাংলাদেশও বিশ্বের সব বড় বড় দলের সাথে ম্যাচ খেলতে পারবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।