ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

এই রুবেল সেই রুবেল নন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এই রুবেল সেই রুবেল নন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

রুবেল হোসেন নামটি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত হলেও সেই রুবেল বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল নন। দলের সবাই দক্ষিণ আফ্রিকা সফরে চলে গেলেও রুবেলের অপেক্ষা বাড়ছে। এখনো যেতে না পারার কারণ মূলত জন্মতারিখ সংক্রান্ত জটিলতা, যার উদ্ভব ওই দেশের দূতাবাসের।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে খোলাসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘ও কেন কালো তালিকাভুক্ত হবে? বাংলাদেশের হয়ে সব জায়গায়ই তো খেলতে গিয়েছে।

ওর ভিসা সংক্রান্ত কিছু ভুল হয়েছে। ভুলটা দক্ষিণ আফ্রিকা অ্যাম্বাসির ভিসা অফিসের। ওর জন্ম তারিখ নিয়ে ঝামেলা হয়েছে। ’

তবে রুবেলের উদ্ভূত সমস্যা সমাধান করতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বিসিবি যার সমাধান দ্রুতই মিলবে বলে আশ্বস্ত করলেন আকরাম, ‘সমস্যার সমাধান হতে আরও দু’একদিন লাগবে। যেহেতু গত দুই দিন ওখানে বন্ধ ছিল সেহেতু একটু দেরি হচ্ছে। ওর সমস্যা সমাধান করতে গতকাল থেকে কাজ শুরু হয়েছে। আশা করছি আজ কালের মধ্যে সমাধান হয়ে যাবে। ’

এসময় রুবেলকে বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ একজন বলে উল্লেখ করে আকরাম আরও বলেন, ‘সমস্যার সমাধান তো হতেই হবে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। এবং তাকে বাংলাদেশের দরকার আছে। একটা ভুল বোঝাবুঝি হলে ওকেতো আমরা বঞ্চিত করতে পারি না। ’

প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনস কর্তৃপক্ষ রুবেলকে বিমানে তুলতে অস্বীকৃতি জানায়। তাদের দাবী, রুবেল হোসেন নামটি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনের কালো তালিকাভুক্ত। ফলে দেশটির ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্র না আসায় তাকে বিমানে তোলা হচ্ছে না। পরে বিমানবন্দর থেকে ফিরে আসেন বাংলাদেশ ক্রিকেটের এ অভিজ্ঞ বোলার।  বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে রুবেলকে

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।