ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

হতাশ হিগুয়েইনের পাশে অ্যালেগ্রি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
হতাশ হিগুয়েইনের পাশে অ্যালেগ্রি ছবি: সংগৃহীত

নিজের সেরা ফর্মে নেই গঞ্জালো হিগুয়েইন। সময়টাও ভালো যাচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ে বাঁচামরার শেষ দুই ম্যাচে আর্জেন্টিনা দলে সুযোগ পাননি। ক্লাব ফুটবলে নিজের নামের সুবিচার করতে পারছেন না। তবে জুভেন্টাস কোচ ম্যাসমিলিয়ানো অ্যালেগ্রিকে পাশে পাচ্ছেন পরীক্ষিত এ ফরোয়ার্ড।

সবশেষ সাসুলোর বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচটিতে নিজে জালের দেখা না পেলেও হ্যাটট্রিক উদযাপনে মাতেন হিগুয়েইনের স্বদেশী তারকা পাওলো দিবালা। ম্যাচের ৭৮ মিনিটে তার বদলি খেলোয়াড় মাঠে নামান অ্যালেগ্রি।

সামনের ম্যাচগুলোর জন্য ফ্রেস রাখতেই হিগুয়েইনকে তুলে নিয়েছেন বলে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জুভিদের কোচ।

গোল না পেলেও ২৯ বছর বয়সী হিগুয়েইনের খেলা নিয়ে সন্তুষ্ট অ্যালেগ্রি, ‘প্রথমার্ধে হিগুয়েইন ভালো খেলেছে, সে যা করেছে তাতে আমি খুশি। মৌসুমের একটা সময়ে এটা হয় এবং একটা নির্দিষ্ট সময়ে স্ট্রাইকাররা স্কোর করতে না পারলে তা গ্রহণযোগ্য। ’

হিগুয়েইন দ্রুতই স্বরূপে ফিরবে বলে দৃঢ় বিশ্বাস অ্যালেগ্রির, ‘হিগুয়েইন কাগলিয়ারির বিপক্ষে গোল করেছে (চিয়েভোর বিপক্ষেও)। এখন দিবালা বেশি স্কোর করছে, কিন্তু হিগুয়েইন আবারো স্কোরিং শুরু করবে এবং ‍মান্দজুকিচও। জয়ের জন্য আমাদের গোলগুলোকে সমানভাবে পুরো টিমের মধ্যে বণ্টন করতে হবে, শুধু একজন মাত্র খেলোয়াড় গোল করলে চলবে না। ’

দিবালার উজ্জ্বল পারফরম্যান্সের নেপথ্যে হিগুয়েইনের সাপোর্টের কথাও তুলে ধরেন অ্যালেগ্রি, ‘হিগুয়েইন প্রায়ই দিবালার গোলস্কোরিংয়ে অবদান রাখে। যদি দিবালা অধিক গোলও করে এটা টিমের সাপোর্টেই সম্ভব হবে যা তাকে এটি করতে আদর্শ অবস্থানে জায়গা করে দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad