[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অগ্রহায়ণ ১৪২৪, ০৭ ডিসেম্বর ২০১৭

bangla news

প্রোটিয়া সফরে টাইগারদের ম্যানেজার নান্নু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১৪ ১:৩৯:৪৩ পিএম
প্রোটিয়া সফরে টাইগারদের ম্যানেজার নান্নু-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রোটিয়া সফরে টাইগারদের ম্যানেজার নান্নু-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু। সাম্প্রতিক সফরগুলোতে খালেদ মাহমুদ সুজন ম্যানেজারের দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা সফরে দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করেছেন তিনি।

ফলে ম্যানেজারের দায়িত্ব বর্তেছে প্রধান নির্বাচক নান্নুর উপরই। বুধবার বিকেলে নান্নুকে ম্যানেজারের দায়িত্ব নেওয়ার কথা বলেন বিসিবির সিইও।

এর আগে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে থাকতে হয়েছিলো সাবেক ক্রিকেটার ও বর্তমান বিসিবি কর্মকর্তা খালেদ মাহমুদ সুজন। সিঙ্গাপুরে বেশ কয়েকদিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। সম্ভবত এ কারণেই দক্ষিণ আফ্রিকা সফরে দলের সাথে যাওয়া থেকে নিজেকে বিরত রাখছেন তিনি।

আগামী ১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ২৮ সেপ্টেম্বর টেস্ট ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সিরিজ। এর আগে ২১ সেপ্টেম্বর শুরু হবে টাইগারদের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। সফরে স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Alexa