[x]
[x]
ঢাকা, বুধবার, ১ অগ্রহায়ণ ১৪২৪, ১৫ নভেম্বর ২০১৭

bangla news

গোল উৎসব করলো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১৩ ১১:৫৯:৪৬ এএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে গোল উৎসব করলো চেলসি। কোয়ারাবাগকে ৬-০ গোলে বিধ্বস্ত করলো অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন পেদ্রো, জাপ্পাকোস্তা, আজপিলিকুয়েতা, বাকাইউকো, বাতসুই। বাকি গোলটি আসে আত্মঘাতি থেকে।

মঙ্গলবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ‘সি’ গ্রুপের ম্যাচে আজারবাইজানের দল কোয়ারাবাগকে আতিথিয়েতা জানায় ইংলিশ চ্যাম্পিয়নরা। তবে ম্যাচে হেসে-খেলে জয় তুলে নেয় তারা। 

খেলার পাঁচ মিনিটেই দলের লিড নেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো। ৩০ মিনিটে ডেভিড জাপ্পাকোস্তা লিড দ্বিগুণ করেন। বিরতির পর সিজার আজপিলিকুয়েতা ৫৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন। 

তিমোই বাকাইউকো ম্যাচের ৭১ মিনিটে চতুর্থ গোলটি করেন। আর পাঁচ মিনিট পরে মিচে বাতসুই করেন পঞ্চম গোল। তবে ৮২ মিনিটে প্রতিপক্ষের ফুটবলার মেদভেদেভ আত্মঘাতি গোল করলে বড় জয় নিশ্চিত হয় চেলসি।

খেলার বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোন্তের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa