ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘সমকামী বিয়ে’তে সায় দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
‘সমকামী বিয়ে’তে সায় দিল ক্রিকেট অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

সমলিঙ্গের বিবাহে সমর্থন করেছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, নাথান লায়নদের ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শুধু স্মিথ-ওয়ার্নারদের বোর্ডই নয়, দেশটির ফুটবল, হকি, বাস্কেটবল সহ অন্য ক্রীড়া সংস্থাগুলোও সমলিঙ্গের বিবাহে সমর্থন জানিয়েছে।

সমলিঙ্গের বিবাহ সমর্থনে গত কয়েক মাস ধরেই অস্ট্রেলিয়ায় আইনী সংস্কার প্রক্রিয়া চলছিল। তাতে দেশটির সরকার ‘হ্যাঁ’ ভোট আর ‘না’ ভোটের আয়োজন করে।

যেখানে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সমলিঙ্গের বিবাহে সমর্থন জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। দেশটির এক হাজার ৬০০ বাণিজ্যিক, শিল্প ও খেলাধুলা বিষয়ক প্রতিষ্ঠান এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছে। .ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব সাইটে সাদারল্যান্ড জানান, ‘ক্রিকেট সবসময় সমকামীদের সমর্থন করে। ক্রিকেট দেশের সাংস্কৃতিক ঐতিহ্য নির্বিশেষে আমাদের প্রত্যেকের কর্ম পরিবেশকে সমর্থন করে। আসন্ন ভোটে সমলিঙ্গের বিবাহে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমর্থন অন্যদের জন্যও একটা বার্তা। কারণ আপনার ক্রিকেটাররা আপনার দেশকে প্রতিনিধিত্ব করে। আমরা ২০১৪ সালে বার্মিংহাম কাপের সময় ক্রীড়াতে বৈষম্যমূলক নীতিগুলো পরিহার করার সনদে স্বাক্ষর করেছি। ’

খোলা চিঠিতে ক্রিকেট অস্ট্রেলিয়া সমকামীদের যথোপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার আহবান জানায়। ..এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে সমকামী বিয়ের বৈধতা দিয়ে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির (এসিটি) আইন বাতিল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়ার একটি হাইকোর্ট। এবার এটা আরও বড় আকার ধারন করেছে। সমকামীদের বিয়ে নিয়ে যে ভোটের প্রচারণা চলছে তাতে যোগ দিয়েছেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলসহ অন্যান্য রাজনৈতিক নেতারা। সমকামী বিয়ে বিষয়ক আইন করার আগে অস্ট্রেলিয়ায় জনমত যাচাই করা হচ্ছে। ভোটারররা ডাকযোগে তাদের রায় জানাবেন।

সংখ্যাগরিষ্ঠ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলে সমকামী বিয়ে বৈধতা পাবে। ১২ সেপ্টম্বর থেকে ব্যালট ডাকযোগে পাঠানো শুরু হবে। ফল ঘোষণা হবে নভেম্বরে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।