ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

অজিদের ব্যাটিং কান্ডারি এখনও মাঠে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, আগস্ট ২৭, ২০১৭
অজিদের ব্যাটিং কান্ডারি এখনও মাঠে

ঢাকা: টাইগারদের স্পিন ঘূর্ণিতে ঢাকা টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে অনেকটাই ব্যাকফুটে অজিরা। প্রথম ইনিংসে মুশফিকদের দেওয়া ২৬০ রানের জবাবে দলটির সংগ্রহ তিন উইকেটে ১৮ রান।

চালকের আসনে আমরাই: সাকিব

অর্থাৎ প্রথম ইনিংসে পরিষ্কার ২৪২ রানের পিছিয়ে সফরকারীরা। কী হবে এই অবস্থায়? এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বলে মনে হলো না অজিদের নাইটওয়াচম্যান নাথান লায়নকে।

কেননা তাদের ভরসার কেন্দ্রবিন্দুতে আছেন প্রথম দিন শেষে অপরাজিত দুই ব্যাটসম্যান অধিনায়ক স্টিভেন স্মিথ ও ম্যাট রেনশ।

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এসে কথা বলেন লায়ন। স্মিথ ও রেনশ’কে অজি দলের ব্যাটিং কান্ডারি উল্লেখ করে তিনি বলেন, তারা দুজনই আমাদের দলের বিশ্বমানের ব্যাটসম্যান। রেনশ খুবই প্রতিভাবান। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং বড় জুটির কোনো বিকল্প নেই।

এক পর্যায়ে লায়নের কাছে জানতে চাওয়া হয়, এই মুহুর্তে কারা এগিয়ে? উত্তরে তিনি বলেন, দুই দলই ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। টস হেরে বল করে কোনো দলকে তিনশ রানের নিচে অলআউট করাটা যেকোনো বোলিং সাইডের জন্যই ভালো। তবে আমাদের তিনটি উইকেটর হারানো ঠিক হয়নি।

লায়ন যোগ করেন, আপনাদের উচিত ওদের (বাংলাদেশ) ক্রেডিট দেওয়া। ওরা ভালো বোলিং এবং ব্যাটিং করেছে। এখন দেখার বিষয় আমরা লড়াইয়ে ফেরার সুযোগটি পাই কিনা।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।