ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

নিষেধাজ্ঞা না কমায় ক্ষুব্ধ রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
নিষেধাজ্ঞা না কমায় ক্ষুব্ধ রোনালদো ছবি: সংগৃহীত

রেফারিকে ধাক্কা দেওয়ার অপরাধে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি বলবৎ থাকায় বেজায় চটেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ ক্রীড়া আদালতে আপিল খারিজ হওয়ার সিদ্ধান্ত বোধগম্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বদলি হিসেবে নেমে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। প্রথমে জার্সি খুলে গোল উদযাপন করায় হলুদ কার্ড দেখেন।

এরপর ডি-বক্সে ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড প্রদর্শন করেন রেফারি। মেজাজ হারিয়ে ম্যাচ অফিসিয়ালকে মৃদু ধাক্কা দিয়ে বসেন সিআর সেভেন।

এর জেরেই পাঁচ ম্যাচে নিষেধাজ্ঞার কবলে পড়েন রোনালদো। মিস করেন সুপার কাপের ফিরতি পর্বের ম্যাচ। দলের সেরা তারকাকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বীদের দুই লেগ মিলিয়ে ৫-১ (প্রথম লেগে ৩-১) গোলের লজ্জায় ডোবায় জিনেদিন জিদানের রিয়াল।

স্পেনে কর ফাঁকির অভিযোগ ওঠায় এমনিতেই ক্ষুব্ধ রোনালদো। তার ওপর পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি না কমায় হতাশাই ঝরেছে পর্তুগিজ আইকনের কণ্ঠে।

নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে রোনালদোর অভিমত, ‘আরেকটি অবোধ্য সিদ্ধান্ত। অবিচার থেকে অবিচার, তারা আমাকে কখনোই পরাস্ত করতে পারবে না। এবং বরাবরের মতোই আমি শক্তিশালী হয়ে ফিরবো। সবাইকে ধন্যবাদ যারা আমাকে সমর্থন দিয়েছেন। ’

নিষেধাজ্ঞার দুই ম্যাচ শেষ হয়েছে। দেপোর্তিভো লা করুণার মাঠে লা লিগায় মৌসুমের প্রথম চ্যালেঞ্জে ৩-০ গোলের জয় পায় রোনালদোবিহীন রিয়াল। ভ্যালেন্সিয়া, লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পরবর্তী তিনটি লিগ ম্যাচেও দর্শক ভূমিকায় থাকতে হবে চারবারের ব্যালন ডি’অর জয়ীকে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।