ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা দাবায় শীর্ষে ১৪ দাবাড়ু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
মহিলা দাবায় শীর্ষে ১৪ দাবাড়ু ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘ওয়ালটন ৩৭তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭’ এর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১৪ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, গতবারের মহিলা চ্যাম্পিয়ন মানিকগঞ্জের নাজরানা খান ইভা, গতবারের মহিলা রানার-আপ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, চট্টগ্রামের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, জাতীয় জুনিয়র বালিকা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম, দিলারা জাহান নূপুর, হামিদা খান, জাহানারা হক, প্রতিভা তালুকদার, ফারজানা হোসেন এ্যানি, কাজী জেরিন তাসমিন, আফরিন জাহান মুনিয়া ও তানজিনা আক্তার তানি শীর্ষে আছেন।

দ্বিতীয় রাউন্ডের খেলায় (সোমবার, ২১ আগস্ট) দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় রাউন্ডের খেলায় ওয়ালিজা আহমেদ আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সাথে ও নারায়ণগঞ্জের ঝর্না বেগম মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলীর সাথে ড্র করেন।  লিজা জান্নাতুল ফেরদৌসকে, তনিমা জোহরাতুল জান্নাত জিসাকে, শিরিন সৈয়দা ফাহমিদা মালিককে, ইভা সুমাইয়া খন্দকারকে, জাকিয়া ঠাকুর জানিয়া সুলতানাকে, নূপুর মারুফা আজাদ সুকন্যাকে, হামিদা নুশরাত জাহান আলোকে, জাহানারা ইশরাত জাহান দিবাকে, প্রতিভা সাদিয়া আফরিন সামিয়াকে, এ্যানি আয়েনা চৌধুরীকে, জেরিন কিশোয়ারা সাজরীন ইভানাকে, মুনিয়া ফেরদৌস আজমিরাকে, তানি রুমাইসা হায়দারকে ও লিজা নুশরাত জাহান লিজাকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।