ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ, দৃশ্যপটে র‌্যাংকিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ, দৃশ্যপটে র‌্যাংকিং ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অস্ট্রেলিয়া। র‌্যাংকিংয়ে নিজেদের চতুর্থ অবস্থান ধরে রাখতে অজিদের সিরিজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে, টাইগারদের সামনে অষ্টম স্থানে ওঠার হাতছানি!

জয় ভিন্ন অন্য কোনো ফলাফলে অস্ট্রেলিয়ার অবনমন নিশ্চিত। সিরিজ ড্র কিংবা বাংলাদেশ ১-০ তে জিতলে নেমে যেতে হবে পাঁচে।

স্বাগতিকদের কাছে দুই ম্যাচই হেরে গেলে ষষ্ঠ স্থানের লজ্জা হজম করতে হবে স্মিথ-ওয়ার্নারদের।

আগামী ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট ও চট্টগ্রামে ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ ম্যাচ। এদিকে, চলমান ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের সিরিজও র‌্যাংকিংয়ে প্রভাব ফেলবে। এজবাস্টনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হার ‍মানে ক্যারিবীয়রা। পরের ম্যাচ (২৫ আগস্ট শুরু) হারলেই আটে উঠে যাবে বাংলাদেশ। দু’দলের রেটিং পয়েন্টের পার্থক্য এখন মাত্র ৬। যথাক্রমে ৭৫, ৬৯।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে রেটিং পয়েন্টসহ বর্তমান টিম র‌্যাংকিং তুলে ধরা হলো:

ভারত (১২৫), দক্ষিণ আফ্রিকা (১১০), ইংল্যান্ড (১০৫), অস্ট্রেলিয়া (১০০), নিউজিল্যান্ড (৯৭), পাকিস্তান (৯৩), শ্রীলঙ্কা (৯০), ওয়েস্ট ইন্ডিজ (৭৫), বাংলাদেশ (৬৯)।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে র‌্যাংকিং দৃশ্যপট:

বাংলাদেশ যদি ২-০ তে সিরিজ জেতে - অস্ট্রেলিয়া (৯২, ষষ্ঠ), বাংলাদেশ (৮১, অষ্টম)

বাংলাদেশ যদি ১-০ তে সিরিজ জেতে - অস্ট্রেলিয়া (৯৪, পঞ্চম), বাংলাদেশ (৭৯, অষ্টম)

সিরিজ যদি ড্র হয় – অস্ট্রেলিয়া (৯৭, পঞ্চম), বাংলাদেশ (৭৪, অষ্টম)

অস্ট্রেলিয়া যদি ১-০ তে সিরিজ জেতে – অস্ট্রেলিয়া (১০০, চতুর্থ), বাংলাদেশ (৬৬, অষ্টম)

অস্ট্রেলিয়া ২-০ তে সিরিজ জেতে – অস্ট্রেলিয়া (১০১, চতুর্থ), ‍বাংলাদেশ (৬৬, অষ্টম)

উল্লেখ্য, অাইসিসি তাদের ওয়েবসাইটে শুধুমাত্র বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এমন র‌্যাংকিং সমীকরণ প্রকাশ করেছে। এতে পরিবর্তন আনতে পারে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

এ সিরিজের পর (এক ম্যাচ শেষে আপডেটেড) ক্যারিবীয়দের সম্ভাব্য রেটিং পয়েন্ট দেওয়া হলো: ইংল্যান্ড ৩-০ তে জিতলে ৭২, ইংল্যান্ড ২-০ তে জিতলে ৭৪, ইংল্যান্ড ১-০ তে জিতলে ৭৫, ওয়েস্ট ইন্ডিজ ২-১ এ জিতলে ৮২, ১-১ এ সিরিজ ড্র হলে ৭৯।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad