ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

চ্যাম্পিয়নশিপ ধরে রাখার লক্ষ্য নিয়ে নেপালে গিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ।

আজ ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কা ৬-০ গোলে হেরে যাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা।

এর আগে বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল শ্রীলঙ্কা।

নেপালের এএনএফএ কমপ্লেক্সে রোববার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা হেরেছে ৬-০ গোলের বড় ব্যবধানে। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল লঙ্কানরা।

এদিকে, গ্রুপ ‘এ’ থেকে বাংলাদেশের সঙ্গে শেষ চার নিশ্চিত করেছে ভুটান।

আগামী মঙ্গলবার ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে গোল ব্যবধানে এগিয়ে থাকা ভুটানকে হারাতেই হবে। নিজেদের গ্রুপে গোল পার্থক্যে এগিয়ে ভুটান (+৬)। তাদের পেছনে রয়েছে বাংলাদেশ (+৪)।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারত বা স্বাগতিক নেপাল বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।